• সারাদেশ

    সুজানগরের মালিফায় জেলের জালে ধরা পড়লো বিলুপ্তপ্রায় ঘড়িয়াল

      প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৩ , ২:৪৮:০৫ প্রিন্ট সংস্করণ

    সুজানগরের মালিফায় জেলের জালে ধরা পড়লো বিলুপ্তপ্রায় ঘড়িয়াল

     

    মোঃ রফিকুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার

    সোমবার (৩০ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় সুজানগর উপজেলার মালিফা এলাকায় পদ্মানদীতে মাছ ধরার সময় মোঃ সাইফুল শেখের জালে ধরা পড়ে একটি কুমির।

    পরবর্তীতে কুমির টি মালিফা হাফিজিয়া মাদ্রাসায় একটি কক্ষে সংরক্ষণ করে রাজশাহী বনবিভাগে খবর দেওয়া হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা যায়। সুজানগর উপজেলা বনবিভাগের প্রহরী মোঃ আমজাদ হোসেন জানান রাজশাহী বনবিভাগের কর্মকর্তা গণ ইতিমধ্যেই রওয়ানা হয়েছে কুমিরটি উদ্ধারের জন্য।

    কুমির ধরা পরার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে কুমির দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে।
    তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটা কুমির নয় বিলুপ্ত প্রায় ঘড়িয়াল।
    উল্লেখ্য মাত্র দুই সপ্তাহ পূর্বে একই এলাকা থেকে একটি কুমির উদ্ধার করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ