• সারাদেশ

    পাবিপ্রবিতে জেলা হত্যা দিবস পালিত

      প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৩ , ৪:৫০:২১ প্রিন্ট সংস্করণ

     

    নাজমুল ইসলাম, পাবিপ্রবি:

    পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে।

    দিবসটি উপলক্ষে শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০ টায়
    বিশ্ববিদ্যালয় পরিবার শোক র‍্যালি শেষে ‘জনক জ্যোতির্ময়’ প্রাঙ্গনে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. রাহিদুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর ড. মো. কামাল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. ওমর ফারুক,শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. জিন্নাত রেহানা সহ বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

    শ্রদ্ধার্ঘ অর্পন শেষে জাতীয় চার নেতার রূহের মাগফেরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জুম্মা
    দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    এদিকে জেল হত্যা দিবসে আলাদা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহর নেতৃত্বে শোক র‍্যালি ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করে ছাত্রলীগের প্রায় শতাধিক নেতৃবৃন্দ।

    নাজমুল ইসলাম
    01708172349
    পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ