প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৩ , ৭:৪৯:৫৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার বিকেলে আত্রাই উপজেলা মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা’র সরকার দল মত নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য কাজ করে গেছে। এখন সময় হয়েছে সরকারের উন্নয়নের কথা প্রতিটি দোড় গোড়ায় পৌছে দেওয়া। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সরকারের উন্নয়নের চিত্র প্রতিটি মানুষের কাছে তুলে ধরতে হবে। এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান এম.পি হেলাল।
পাঁচুপুর ইউনিয়নের চেয়ারম্যান খবিরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত্ব দুলাল, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম। এসময় উপকারভোগীসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের প্রায় সাড়ে ছয় হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।