• সারাদেশ

    রূপগঞ্জে ২৫ বোতল বিদেশি মদসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

      প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৩ , ৩:৪৫:৫৪ প্রিন্ট সংস্করণ

     

    এনামুল হক স্টাফ রিপোর্টার:

     

    নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৫ বোতল বিদেশি মদসহ ২ যুবককে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানার ভূলতা ফাঁড়ি পুলিশ। গতকাল (৬ নভেম্বর) সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তি পুলিশের বিশেষ অভিযানে মাহনা এলাকার জোড়া মসজিদের পাশে ড্রেজারের ঘর থেকে এ মদ জব্দ করে পুলিশ। এসময় দুই যুবককে গ্রেফতার করা হয়।

     

    গ্রেফতারকৃতরা হলেন, আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা টেকপাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে তামিম (২৬) ও রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের বলাইখা এলাকার আয়নাল হকের ছেলে রাব্বি (২২)। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

     

    এ ব্যাপারে ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানে মাহনা এলাকার জোড়া মসজিদের পাশে পরিত্যক্ত ঘর থেকে ২৫ বোতল বিদেশি মদ জব্দ করে এবং দুই যুবককে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ