প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৩ , ৯:০১:৪১ প্রিন্ট সংস্করণ
হৃদয় হোসাইন,পাবনা প্রতিবেদকঃ
পরচুলা তৈরীর কাজ করে সংসারের হাল ধরছেন নারীরা। সিনেমা শুটিং কিংবা টাক মাথায় পরচুলা ব্যাবহার করা হয়।বাড়ির পাশের এ কারখানায় কাজ করে সংসারে সচ্ছলতা এনেছেন অনেক নারী। নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলছেন। সরেজমিন গিয়ে দেখা যায়,বেড়া উপজেলার পুরানভারেঙ্গা ইউনিয়নের বক্তারপুর সহ উপজেলায় কয়েকটি পরচুলা তৈরীর কারখানা রয়েছে। সংসারের কাজ করেও গৃহিণীরা,স্কুল কলেজের ছাত্রীরা অবসরে কারখানাগুলোতে পরচুলা তৈরি করছেন। এখানে কাজ করে অনেক নারী সংসারের অভাব ঘুচিয়েছেন। ছেলে মেয়েদের লেখাপড়া করাচ্ছেন। সব বয়সী মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেদের ব্যস্ততা বেড়েছে। কারখানাটির এক নারী শ্রমিক বলেন, বিবাহের কয়েক মাস পর স্বামীর সাথে বিচ্ছেদের হয়েছে। নিজের হাত খরচ সহ পরিবার কে সহযোগীতা করার জন্য এখানে কাজে আসছি।কাজ করে এখন হাত খরচ সহ কি আয় হয়েছে। কারো উপর নির্ভর না হয়ে নিজের জন্য নিজে উপার্জন করি।
তরুণ উদ্যোক্তা সোনিয়া ওসমান গনি দম্পতি জানান, দৈনন্দিন জীবনের প্রয়োজনে রাজধানী শহর ঢাকায় গিয়ে এ পর চুলা তৈরীর কাজ শিখেছিলাম। অল্প বেতনের কাজ করে কাজ শিখে গ্রামের বাড়িতে এসে এখন নিজেরা উদ্যোক্তা। ৫০ থেকে ৬০ জন কারিগর কাজ করে আমার এখানে। প্রতি জনের মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা করে আয় হয়। একদিন লাগে একটা মাথা তৈরী করতে,মাথা প্রতি এক হাজার টাকা মজুরি দেওয়া হচ্ছে। চীন জাপান আমেরিকা সহ বিদেশের কয়েকটি দেশে রপ্তানি করা হয়। সরকারি আর্থিক সহযোগিতা পেলে আরো বড় পরিসরে বিদেশি রপ্তানি করা সম্ভব।