• সারাদেশ

    গাজীপুর-৫ আসনে তৃতীয় লিঙ্গের ঊর্মি লিবারেল ইসলামিক জোটের প্রার্থী

      প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৩ , ৬:৫৩:৪৬ প্রিন্ট সংস্করণ

     

    মো: ইব্রাহিম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে লিবারেল ইসলামিক জোট মনোনীত প্রার্থী তৃতীয় লিঙ্গের নারী সদস্য ঊর্মি। এ আসনে মনোনয়ন পাওয়া ঊর্মি গাজীপুর সদর উপজেলার পুবাইলের বাড়ৈবাড়ী এলাকার ফাইজ উদ্দিন ও ছালেহা খাতুনের মেয়ে।

    দলীয় সূত্র জানায়, নির্বাচন কমিশন (ইসি) দায়িত্ব নেয়ার পর নতুন দুটি দলকে নিবন্ধন দিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) একটি। এ দলের প্রতীক একতারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ছয়টি দলের অংশগ্রহণে লিবারেল ইসলামিক জোট গঠিত হয়। দলের চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বাধীন বাংলাদেশ সুপ্রিম পার্টি ছাড়াও লিবারেল ইসলামিক জোটের অন্যান্য শরীকরা হলেন ইসলামিক ঐক্য জোট, আশেকানে আউলিয়া ঐক্য পরিষদ, বাংলাদেশ জনদল (বিজেডি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) ও কৃষক শ্রমিক পার্টি।

    গাজীপুর-৫ আসন থেকে তিনজন দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তাঁদের সাক্ষাৎকার শেষে তৃতীয় লিঙ্গের ঊর্মিকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তৃতীয় লিঙ্গের তারাও এদেশের নাগরিক। তাঁদেরও নেতৃত্ব দেয়ার অধিকার রয়েছে।

    বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর কেন্দ্রীয় সদস্য উর্মিকে গাজীপুর-৫ আসনে দলীয় প্রার্থী মনোনীত করায় উপজেলা কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএসপি দলীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত তৃতীয় লিঙ্গের নারী সদস্য ঊর্মি বলেন, ‘আমি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আপনারা সকলে আমায় সহযোগিতা করবেন।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ