• সারাদেশ

    গাজীপুর-৫ আসনে আট জনের মনোনয়নপত্র বৈধ এক জনের বাতিল

      প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৩ , ১২:১৯:৫৮ প্রিন্ট সংস্করণ

     

    মোঃইব্রাহীম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী ৯ জনের মধ্যে আট জনের মনোনয়নপত্র বৈধ ও এক জনের মনোনয়নপত্র বাতিল করেছেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকতা।

     

    এ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, স্বতন্ত্র প্রার্থী ডাকসু’র সাবেক ভিপি-জিএস, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান, বাংলাদেশ সুপ্রীম পার্টির উর্মি, গণফোরামের মো. সোহেল মিয়া, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আল আমিন দেওয়ান, জাতীয় পার্টির এসএম নিয়াজ উদ্দিন, জাসদের মোহাম্মদ তরিকুল ইসলাম আকন্দ, জাকের পার্টির এ এন এম মনিরুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয় এবং স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন স্বপনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

     

    বিষয়টি নিশ্চিত করে গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, পৌর কর ও বিদ্যুৎ বিল বকেয়া থাকায় স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন স্বপনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ