প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৩ , ৬:৪৮:৫০ প্রিন্ট সংস্করণ
এম এ হাসেম :
শিক্ষার প্রসার তথা কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়ন করার লক্ষ্য বাংলাদেশ স্মার্ট কিন্ডারগার্টেন এসোসিয়েশন ২০২৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়।
২০ শে ডিসেম্বর ২০২৩ খ্রি. বুধবার সকাল ১০:০০ ঘটিকায় ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয় ও কলেজ (নাটিয়াবাড়ি) তে অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করে নগরবাড়ী মেরিটাইম স্কুল ও কলেজ, আমিনপুর বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল অ্যান্ড কলেজ, কামরুজ্জামান ল্যাবরেটরি স্কুল ও কলেজ, দিগন্ত মডেল স্কুল, আ: হক মেমোরিয়াল স্কুল, যদুপুর কিন্ডারগার্টেন।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি মো: বাবুল হোসেন, সাধারণ সম্পাদক এম এ হাসেম, পরীক্ষা নিয়ন্ত্রক সুজন আহমেদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
মেধা বৃত্তি পরীক্ষা পরিদর্শন করতে আসেন জাতসাখিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয় ও কলেজ (নাটিয়াবাড়ি) এর সভাপতি জনাব আবুল কালাম আজাদ মানিক।
শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনা নিয়ে মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।