• সারাদেশ

    কাজিরহাটে মাহমুদা কাশেম বিনামূল্যে চক্ষু সেবার শুভ উদ্বোধন সম্পন্ন

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৩ , ৮:০২:৫৫ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার:

     

    আজ ২৫ ডিসেম্বর রোজ সোমবার পাবনা জেলার আমিনপুর থানার মাশুমদিয়া ইউনিয়নের কাজিরহাটের ভুমি অফিস সংলগ্ন মাহমুদা কাশেম চক্ষু সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ফাউন্ডার ও পরিচালক মরহুম কাশেম ডাক্তারের পুত্রদ্বয় জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মশু এবং মাহবুবুর রহমান মাহবুব।প্রতিষ্ঠানের উদ্বোধনী দিন এবং আগামী ২৭ ডিসেম্বর অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান মশু বলেন – ফরাসি লেখক ‘আনাতল ফ্রাস’ বলেছিলেন – হায়! আমার মাথার চতুর্দিকে যদি চক্ষু বসানো থাকতো তাহলে আমি আচক্রবাল বিস্তৃত এ-ই সুন্দরী ধরণীর সম্পূর্ণ সৌন্দর্য একসঙ্গেই দেখতে পেতুম।

    মানবদেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে চোখ ই মানুষের মন-প্রাণকে পরিতৃপ্ত করে,তাই আমরা এর পরবর্তীতে সপ্তাহের তিন দিন অর্থাৎ শনিবার সোমবার ও বুধবার স্বল্প খরচে এবং দরিদ্র চক্ষু রোগীদের বিশেষ ছাড়ে চক্ষু সেবা দেওয়ার ঘোষনা দেন প্রতিষ্ঠানের পরিচালক জনাব মোস্তাফিজুর রহমান মশু।তিনি আরও বলেন – পাশের কয়েকটি ইউনিয়নে অনেক দরিদ্র মানুষ রয়েছে যারা অর্থাভাবে সঠিক চিকিৎসা নিতে পারছে না,বলে আমি তাদের কথা ভেবে উক্ত চক্ষু ক্যাম্পের আয়োজন করেছি।এলাকার মানুষের সহযোগিতা পেলে এ কার্যক্রম চালু থাকবে ইনশাআল্লাহ। উদ্বোধনের দিনে দেখা যায় স্থানীয় অনেক নারী ও পুরুষ রোগী এসেছেন চক্ষু সেবা নিতে,ডাক্তার ও তার সহকারীরা আধুনিক চিকিৎসা সরঞ্জাম দিয়ে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছেন।প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জনাব মাহবুবুর রহমান বলেন- তার মরহুম পিতার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবতায়ন করতে পেরে তিনি মহান আল্লাহর দরবার শুকরিয়া আদায় করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ