• সারাদেশ

    বেড়ায়   আকিজ হেলথকেয়ার এন্ড হাইজিন লিমিটেড এর বিক্রিয় বৃদ্ধির জন্য সাঁথিয়া ও বেড়া উপজেলার বিভিন্ন হাটবাজার র‍্যালীও পন্য প্রদর্শন 

      প্রতিনিধি ৫ মার্চ ২০২৪ , ৮:১৯:২৬ প্রিন্ট সংস্করণ

     

    ৩ মার্চ  রবিবার বেড়া পরিবেশক মের্সাস মুস্তাকিন ট্রেডার্স এর আয়োজনে গাড়ি বহর নিয়ে সকাল ৮টা থেকে শুরু করে সন্ধ্যা ৭টা পযর্ন্ত বেড়া,নাকালিয়া,নগরবাড়ি,কাশিনাথপুর, সাঁথিয়া বাজার সহ ৫০টি বেশি বাজার র‍্যালী ও পন্য প্রদর্শন করে।

     

     

     

    এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ হাবিবুর রহমান জুয়েল, রিজওনাল সেলস ম্যানেজার মোঃ মনজুরুল এহসান, মোঃ নয়ন আলী, মোঃ বেলাল হোসেন ,মোঃ কামরুল ইসলাম, মোঃ সোহাগ আলী সহ বিক্রিয় প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।  পন্য প্রদর্শন মধ্যে ছিল মাম মাম ডায়াপার,  ম্যাক্স ওয়াশ, ডিটারজেন্ট পাউডার, গ্লো ওয়াশ ডিটারজেন্ট পাউডার , এইচ এন্ড এইচ সাবান সহ আকিজ হেলথকেয়ার এন্ড হাইজিন লিমিটেড এর অন্যান্য পন্য।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ