• সারাদেশ

    গুইমারায় ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

      প্রতিনিধি ১৬ মার্চ ২০২৪ , ৮:১৪:২২ প্রিন্ট সংস্করণ

     

    মোঃমাসুদ রানা, নিজস্ব প্রতিবেদকঃ

     

    খাগড়াছড়ির গুইমারায় ওয়ারেন্ট ভুক্ত আসামি মংশাপ্রু মার্মা কে গ্রেফতার করেছে গুইমারা থানা পুলিশ।

     

    শ্রুক্রবার (১৫ই মার্চ )ভোর রাত ০৩ টায় গুইমারা থানাধীন হাফছড়ি ইউপির নতুনপাড়া এলাকার বসত বাড়ি হতে আসামী কে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার কৃত মংশাপ্রু মারমা নতুনপাড়া এলাকার শৈলাথৈ মার্মার পুত্র।

     

    গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন এর দিক নির্দেশনায় এবং এসআই (নিঃ) আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ধারা নং ৩৮৫/৩৮৬ পেনাল কোড ও রামগড় থানার মামলা নং-১৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি মংশাপ্রু মার্মা কে গ্রেফতার করা হয়।

     

    গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন বলেন, আসামীর বিরুদ্বে হত্যা, চাঁদাবাজি সহ ৩টি ওয়ারেন্ট দীর্ঘ দিন মূলতবী ছিল। আসামী দূর্গম পাহাড়ে পলাতক থাকায় গ্রেফতার করা কঠিন হয়ে যায়,অবশেষে অভিযানিক চৌকস টিম আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ