প্রতিনিধি ২৬ মার্চ ২০২৪ , ৮:৩৭:১৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় একটি জমি কিনতে জমির মালিককে টাকা দেওয়ার প্রমান হিসেবে চেক গ্রহন করে নানা ধরনের বিপাকে পরে হয়রানির শিকার হচ্ছে এক ব্যবসায়ী। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া বাসস্ট্যান্ডে ব্যবসায়ীর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে নান্দেশ্বরী গ্রামে মৃত রহিম উদ্দিনের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী হাজী সোহরাব হোসেন অভিযোগ করেন প্রায় তিন মাস আগে তার মালিকানাধীন জমির পাশে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার চর সাটুরিয়া গ্রামে মৃত আব্দুল মজিদ এর ছেলে গোলাম মোস্তফার কাছ থেকে সাটুরিয়া মৌজায় R,S এর ২৮২দাগ নাম্বারে ৮শতাংশ জমির মূল্য ৫৫ লক্ষ টাকা ধার্য করে ক্রয়ের উদ্দেশ্যে চুক্তিপত্র করা হয়। এর মধ্যে ৪০ লক্ষ টাকা মোস্তফার, এবং ১৫ লক্ষ টাকা যাদের সাথে জমি নিয়ে বিরোধ তাদের দেবার শর্তে সিদ্ধান্ত হয়। ঐ সম্পত্তি মোস্তফার না বালক দুই পুত্রের নামে থাকায় আইনি জটিলতা সৃষ্টি হলে জমি সাব কাউলায় করে দিতে ব্যর্থ হয় মোস্তফা। এ অবস্থায় টাকার প্রয়োজন হলে আইনি জটিলতা শেষ করে ঐ জমি সাব কাউলার মূল্যে তাকে হস্তান্তর শর্তে গোলাম মোস্তফা ব্যবসায়ীর কাছ থেকে জমির মূল্যের অগ্রিম বাবদ ৩৫ লক্ষ ৫০ হাজার টাকা নেয়, এর প্রমান স্বরূপ ব্যবসায়ীকে গোলাম মোস্তফা তার নামে ন্যাশানাল ব্যাংকের চেক প্রদান করেন। যার নাম্বার ৩,৪,৫,২,৫,০,৩,।
চেক প্রদানের পর গোলাম মোস্তফা জমি মূল্য বেশী পেয়ে সেই জমি অন্য লোকের কাছে বিক্রি করে দেয়।
এর পর থেকেই গোলাম মোস্তফা চেক হারানোর নাটক সাজিয়ে থানায় জিডি, বিভিন্ন দপ্তরে অভিযোগ ও আদালতে মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীর টাকা আত্মসাৎ করতে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহলের প্রভোচনায় বিভিন্ন গণমাধ্যমে ব্যবসায়ীকে জেরে মিথ্যা সংবাদ প্রকাশ করে তার মানসম্মান ক্ষুন্ন করা হচ্ছে তার প্রতিবাদ জানান তিনি।