• সারাদেশ

    কাবুলে শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী হামলায় নিহত ১৯

      প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২২ , ৭:১৬:০৭ প্রিন্ট সংস্করণ

    কাবুলের একটি শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন।

     

    শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের সদস্য।

     

    কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, একটি প্রাইভেট শিক্ষাকেন্দ্রে পরীক্ষা চলাকালে এ হামলার ঘটনা ঘটে। আফগানিস্তানে শুক্রবার সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও, খোলা থাকে কোচিং সেন্টার।

     

    এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ৩৩ জন নিহত হওয়ার কথা জানিয়েছে এক তালেবান সূত্র।

     

    তবে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কেউ।

     

    এ হামলার নিন্দা জানিয়ে আফগানিস্তানে নিযুক্ত মার্কিন প্রতিনিধি ক্যারেন ডেকার বলেছেন, পরীক্ষারত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো একটি লজ্জাজনক ঘটনা। সব শিক্ষার্থীর অধিকার আছে শান্তিতে কোনো ভয় ছাড়া শিক্ষা অর্জন করার।

     

    এ হামলায় নিহত শিক্ষার্থীদের বয়স এখনও জানা যায়নি, তবে এ ধরণের শিক্ষাকেন্দ্রে সাধারণত বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে এমন শিক্ষার্থীরা ভর্তি হন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ