প্রতিনিধি ২৭ মার্চ ২০২৪ , ৪:১৭:২০ প্রিন্ট সংস্করণ
মোঃমাসুদ রানা, নিজস্ব প্রতিবেদকঃ
খাগড়াছড়ির রামগড় জোন কর্তৃক পরিচালিত কম্পিউটার, সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণের চলমান ব্যাচের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ এবং নতুন ব্যাচের উদ্বোধন করা হয়। বুধবার (২৭শে মার্চ) সকাল ১০ টায় চৌধুরীপাড়া মহিলা সমিতির প্রশিক্ষণ রুমে ৪৩ বিজিবির নায়েক আকবর হোসেন এর সঞ্চালনায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় জোনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কম্পিউটার, সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ এবং নতুন ব্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করেন রামগড় জোনের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক রাজু আহমেদ, পিবিজিএমএস। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ৪৩ বিজিবি পদস্থ কর্মকর্তা, প্রশিক্ষক হেলাল উদ্দীন, ডলিপ্রু মারমা ও সৈনিকবৃন্দ।