প্রতিনিধি ১ এপ্রিল ২০২৪ , ৭:২৯:৩৪ প্রিন্ট সংস্করণ
আব্দুল জব্বার বেড়া-সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি:
মাছে-ভাতে বাঙালি বলা হয় বাংলাদেশের মানুষকে।মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বের দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। তারপর অস্থিতিশীল পরিস্থিতিতে পাবনায় মাছের বাজার। গত সপ্তাহের তুলনায় রমজানের অযুহাতে প্রতি কেজি মাছের দাম ৫০ থেকে ৩০০ টাকা বেড়েছে। এতে অস্বস্তিতে আছে নিম্নবর্গের মধ্যবিত্ত মানুষ। পাবনার বেড়া-সাঁথিয়া উপজেলা র সিএনবি বাজার, কাশিনাথপুর বাজার, রাকশা,নাকালিয়া, দুলাই, বনগ্রাম, আতাইকুলা বাজারে দেখা মেলে এমন দৃশ্য।
কাশিনাথপুর বাজারে মাছ বাজারে এসেছেন মধ্যবিত্ত পরিবারের রমজান আলী। তার কাছে রক্ষিত ৫০০ টাকা। এই টাকা দিয়ে কিনতে হবে – চাল, সবজি, মাছ, তেল ও ইফতার সামগ্রী। কোথা থেকে শুরু করবে সে ভাবনায় বিব্রতকর পরিস্থিতিতে পরেছেন তিনি। এককেজি মাছের সর্বনিম্ন দাম ২০০ টাকা, এরপরেও চাল তেল সবজি কেনা বাকি। এভাবে শুধু রমজান আলী নয়, এমন অবস্থার মধ্যে প্রতিনিয়ত দেখা মেলে মধ্যনিন্নবৃত্তের মানুষের।
তবে মাছের দাম বাড়লেও স্থিতিশীল ডিম- মাংসের বাজার। ফলে পুষ্টির যোগান দিতে হিমসিম খাচ্ছে সাধারণ মানুষ। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় রমজান উপলক্ষে কেজি প্রতি মাছ ৫০ থেকে ৩০০ টাকা করে বেড়েছে। ইলিশ মাছ মানভেদে ১ হাজার ২০০ থেকে ২ হাজার ২০০ টাকা,রুই মাছ ওজন অনুযায়ী ৬০০ থেকে ৮০০ টাকায়, কাতলা মাছ ৪০০ থেকে ৬০০, চিংড়ি মাছ মানভেদে ১৬০০ থেকে ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। নদীর পাবদা মাছ ৮০০ থেকে ১০০০ টাকা,শিং মাছ ৭০০ থেকে ৯০০ টাকা, টেংগা মাছ ৫০০ থেকে ৭০০ টাকা,বেলে মাছ ৪০০ থেকে ৫০০ টাকা, শোল ৫০০ থেকে ৭০০ টাকা, টাকি ৪০০ থেকে ৫০০ টাকা, চিতই মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, বড় বাইম ১০০০ থেকে ১২০০ টাকা দরে, টাটকিনি ৩০০ থেকে ৫০০ টাকা, বাটা ২০০ থেকে ৩০০ টাকা বিক্রি হচ্ছে।
সাঁথিয়ায় বনগ্রাম বাজারে মাছ কিনতে এসেছেন রাকিব সরদার। আশা ছিলো এককেজি ইলিশ মাছ কিনবেন। কিন্তু ইলিশ মাছের যে দাম তাতে পকেটে হাত দিয়ে, মাছ না কিনেই কষ্টে বাড়ি ফিরেন তিনি। শুরু রাকিব সরদার না এমন অবস্থা বেশিরভাগ নিম্ন মধ্যেবিত্তের।
এদিকে স্বস্তির খবর ডিম ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে ১ ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, হালি ৫০ টাকায়, হাঁসের ডিমের ডজন ২১০ টাকা,দেশি মুরগির ডজন ২৫৫ টাকায় বিক্রি হয়।
এদিকে পাবনার বাজারগুলোতে গরুর মাংস ৭০০-৮০০ টাকায়, ছাগলের মাংস হাজার টাকায়, ব্রয়লার মুরগি ২০০ টাকা, সোনালি ৩০০ টাকা, দেশি মুরগি ৫০০ থেকে ৬০০ টাকা, লেয়ার মুরগি ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।