প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৪ , ৯:৩৩:০৮ প্রিন্ট সংস্করণ
বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে জহুরুলহাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ে ১৯৯৮ থেকে ২০২৪ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দ্যােগে সম্মিলিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রায় ৩’শ শিক্ষার্থীর উপস্তিতিতে এ মিলন মেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে ইফতার পূর্ব মহূর্তে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী জহুরুল ইসলাম বাদশার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নজমুল হুদার সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার। আরো বক্তব্য রাখেন, আমন্ত্রিত অতিথি, শিক্ষকবৃন্দ।
প্রাক্তন শিক্ষার্থীরা জানায়, হাই স্কুল জীবনের সম্পর্কের বন্ধনগুলো আজীবন দৃঢ় রাখতেই এ আয়োজন।
এসময় আয়োজকবৃন্দ জানান, কর্মব্যাস্ততার মধ্যে প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের মেল বন্ধনের উদ্দেশ্যে তারা এই উদ্যোগটি নিয়েছেন । আগামীতে বড় পরিসরে ছাত্র শিক্ষক পুর্নমিলিনী অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে তারা জানান।
আলোচনা শেষে বিশেষ দোয়া ও ইফতার বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।
সবার প্রাণবন্ত আড্ডা আর স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।