প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৪ , ১০:৩৩:৩১ প্রিন্ট সংস্করণ
এনামুল হক :- স্টাফ রিপোর্টার:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন ফরাজি।
রোববার সন্ধ্যায় তার বাসভবনের সামনে থেকে নেতাকর্মীদেরকে সাথে নিয়ে তজুমদ্দিন বাজারে এই গণসংযোগ করেন। এই সময় সর্বস্তরের জনগনের কাছে দোয়া ও ভোট চান। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।
গণসংযোগ শেষে, গণমাধ্যমকে আলাউদ্দিন ফারাজি জানান, নির্বাচনে এসেছেন জনগনের সুখে দুঃখে পাসে থেকে কাজ করার জন্য। সুন্দর সুস্থ নিরপেক্ষ নির্বাচন চান। তিনি আরও জানান, জণগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করে কাজ করার সুযোগ দিলে তজুমদ্দিন উপজেলার উন্নয়নের আরও একধাপ এগিয়ে নিতে কাজ করবেন।