• সারাদেশ

    নওগাঁয় খাবার স্যালাইন ও ফল বিতরণ

      প্রতিনিধি ৭ মে ২০২৪ , ৪:২৮:২৭ প্রিন্ট সংস্করণ

     

    শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:

     

    তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। হাঁসফাঁস করছে মানুষ। প্রচণ্ড তাপদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। তীব্র গরমে কৃষক, শ্রমিক পথচারী, বিভিন্ন পেশার মানুষদের মাঝে স্বস্তি দিতে নওগাঁয় খাবার পানি,স্যালাইন ও ফল বিতরণ করা হয়েছে।

     

    আজ মঙ্গলবার ( ৭ মে) নওগাঁ পৌর চকগবিন্দ এলাকায় দুপুরে নওগাঁ জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ লাল এর উদ্যোগে খাবার সামগ্রী বিতরণ করা হয়।

     

    চকগবিন্দ গ্রামের কৃষক সামসুদ্দিন বলেন, তিব্র গরমে কাজ করার শক্তি হারিয়ে ফেলছি আমরা তার মধ্যে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। খাবার স্যালাইন বিভিন্ন ফল নিয়ে আমাদের মাঝে তারা এসেছে এজন্য খুবই ভালো লাগছে।

     

    জাহিদুল নামের একজন কৃষক জানান, লাল ভাই মাঝে মাঝে আমাদের এমন মানবিক কাজ উপহার দেন। ধান কাটার সময় যে পরিমান কষ্ট ও গরম লাগে এটার অনুধাবন করে যে আমাদের মাঝে খাবার নিয়ে এসেছেন এটাই অনেককিছু।

     

    কৃষক আমিনুল বলেন, আমরা প্রায় সময় দেখি বিভিন্ন সামাজিক সংগঠন কৃষকদের মাঝে খাবার বিতরণ করেন এটা আমাদের কাছে ভালো লাগে। খাবার পানি,স্যালাইন ও ফল পেয়েছি যা খেয়ে প্রশান্তি পেলাম।

     

    নওগাঁ জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ লাল বলেন, আমরা এ ধরনের কার্যক্রম প্রায় সময় নিয়ে থাকি। যারা খেটে খাওয়া মানুষ তাদের কষ্ট বুঝার জন্য, তাদের কিছু দেয়ার জন্য পথে প্রান্তরে ছুটে বেড়াই। যারা তিব্র গরমে মাথার ঘাম পায়ে ঝরিয়ে ফসল কাটেন তাদের পাশে থাকার চেষ্টা করছি সব সময়। আগামীতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ