প্রতিনিধি ১৯ মে ২০২৪ , ৫:৪১:১৯ প্রিন্ট সংস্করণ
মুনিম শাহারিয়ার :
১৭ মে লন্ডন সময় সন্ধ্যা ৭টায়, পাবনার কৃতি সন্তান মঈন কাদেরী, বার্কিং এবং ড্যাগেনহ্যামের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। এই পদে, তিনি গ্রেট ব্রিটেনের রাজা চার্লসের একজন মর্যাদাপূর্ণ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে, কারণ এটি কাদেরী পরিবারের শতবর্ষের রাজনৈতিক উত্তরাধিকারের প্রতীক। তার দাদা একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, ১৯২৪ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত পাবনা মোহাম্মদান প্রদেশের প্রতিনিধি হিসেবে আইন সভার সদস্য ছিলেন।
দীর্ঘদিন লন্ডনে বসবাসকারী বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ ও বেড়ে ওঠা মঈন কাদেরীর লন্ডনে তার অবিচল জনসেবার প্রতিশ্রুতি প্রতিফলিত করে। তার নিষ্ঠা, সততা এবং কঠোর পরিশ্রম তাকে যুক্তরাজ্য এবং তার নিজ দেশ বাংলাদেশ উভয় স্থানেই স্বীকৃতি এবং সম্মান এনে দিয়েছে। এই মাইলফলকটি গর্বের। কাদেরীর অবদান এবং তার সংস্কৃতি ও জাতীয় সেতুবন্ধন প্রচেষ্টাকে পাবনার সুনাম সমৃদ্ধ করে। মঈন কাদেরী পাবনার কাদেরী পরিবারের একজন গর্বিত সন্তান।তিনি জনাব জহির আলী কাদেরী এবং মরহুম নিলুফা কাদেরীর সুযোগ্য ছোট সন্তান।