• সারাদেশ

    যৌন হয়রানি অভিযুক্ত শিক্ষককে বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

      প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২২ , ৭:১৬:৫১ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার:

    বুধবার (১৪ সেপ্টেম্বর) রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজির জুনিয়র ইন্সট্রাক্টর মোঃ এজাবুর আলম কে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এ বদলির প্রত্যাহারের দাবিতে প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।

     

    উল্লেখ্য যে,সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মোঃ এজাবুর আলম কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের যৌন নিপীড়ন ও আপত্তিকর কথাবার্তার মাধ্যমে হয়রানি এবং কুপ্রস্তাবের অভিযোগ আসে। যার প্রেক্ষিতে তার অপসারণ চেয়ে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকে।পরে বিষয়টি বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের দৃষ্টিগোচর হলে(৮ সেপ্টেম্বর ২০২২) তাকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে বদলির আদেশ দেওয়া হয়।

     

    এদিকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা তাকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

     

    মানববন্ধনে অংশগ্রহণ করে প্রাক্তন ছাত্র আরিফুল ইসলাম আরিফ বলেন, ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট আমাদের প্রাণের ক্যাম্পাস। এই ক্যাম্পাসে কোন কুলাঙ্গার শিক্ষকের স্থান হবে না। ইসমাইল হোসেন (সভাপতি,ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ) বলেন, মো:এজাবুর আলম ভোলায় আসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা যেভাবেই হোক প্রতিবাদ করবোই।

     

    এ সময় উপস্থিত নাঈম শিকদার সহ আরো শিক্ষার্থীরা তার বদলি প্রত্যাহার এবং শাস্তির দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। এ বিষয় ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপালের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ