প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৩৬:৩৫ প্রিন্ট সংস্করণ
সহায়তায় তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিতিত্তে ‘ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন হাজারীবাগ এলাকায়’ যৌথভাবে অভিযান পরিচালনা করে ভিডিও ফুটেজে সনাক্তকৃত কিলিং মিশনে সরাসরি জড়িত এজাহারনামীয় ০৮ নং পলাতক আসামী মোঃ নাছির ওরফে নাফির (৩০), পিতা-মোঃ মুক্তার ভান্ডারী, সাং-নলদহ, থানা-পাবনা সদর, জেলা-পাবনাকে গ্রেফতার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনায় জড়িত থাকার বিষয়টি অকপটে স্বীকার করে এবং ভিডিও ফুটেজে নিজেকে সনাক্ত করে। এছাড়াও র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী নাছির উক্ত হত্যাকান্ডে জড়িত অন্যান্য সন্ত্রাসীদের সম্পর্কেও চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। গ্রেফতারকৃত আসামী নাছির ওরফে নাফির এর দেয়া তথ্য অনুযায়ী তাকে সাথে নিয়ে অদ্য ০৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে ০১টি রিভলবার ও ০৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই হত্যাকান্ডে জড়িত অন্যান্য সন্ত্রাসীসহ মদদ দাতাদের গ্রেফতারে র্যাবের অভিযান চলমান থাকবে।
গ্রেফতারকৃত আসামী নাছিরকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হবে।