• সারাদেশ

    সুজানগর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মাননা পেলেন হাফিজুর রহমান হাফিজ 

      প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ৯:৩৮:০৩ প্রিন্ট সংস্করণ

    ” সুজানগর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মাননা পেলেন হাফিজুর রহমান হাফিজ ”

     

    আব্দুল জব্বার : পাবনার সুজানগর উপজেলার কদিম মালঞ্চী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক হাফিজুর রহমান হাফিজ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে কৃতিত্বের সাথে অনার্স সহ মাস্টার্স সম্পূর্ণ করেন। ১৯৯৫ সালে তিনি কদিম মালঞ্চী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ১৯৮৯ সালে সাংবাদিকতা শুরু করেন।২০১৮ সালে আমিনপুর থানা প্রতিষ্ঠার পর থেকে তিনি পরপর চারবার আমিনপুর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন। তিনি শিক্ষা ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সংস্থা কর্তৃক একাধিক পুরস্কার লাভ করেছেন।

     

     

    ২৪ সেপ্টেম্বর ২০২৪ সুজানগর উপজেলা মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিপুলসংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

     

    উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথির বক্তব্যে বলেন বলেন শিক্ষকরা মানুষ গড়ার কারিগর তাদের সম্মানিত করার যোগ্যতা আমাদের নেই। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তাদেরকে সম্মানিত করতে পেরে আমি গর্বিত।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ