প্রতিনিধি ২৭ আগস্ট ২০২২ , ৮:১১:৫৫ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার: চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাগান মালিকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউস।
বিকাল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মূখ্য সচিব সাংবাদিকদের বলেন, দৈনিক মজুরি ১৭০ টাকার সিদ্ধান্ত হয়েছে। আনুপাতিক হারে শ্রমিকদের অন্যান্য সুবিধাও বাড়বে। প্রধানমন্ত্রী আগামীকাল থেকে শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহবান জানিয়েছেন।
দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করে আসছেন চা শ্রমিকরা। তাদের এই আন্দোলনের ১৭ দিনের মাথায় আজ মজুরি নির্ধারিত হলো। এর আগে শ্রমিক নেতাদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের বৈঠকে ১৪৫ টাকা মজুরি ঘোষণা করা হলেও তা প্রত্যাখ্যান করেন শ্রমিকরা।