প্রতিনিধি ২১ মার্চ ২০২৫ , ১০:০১:৫৯ প্রিন্ট সংস্করণ
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর ইফতার ও দোয়া মাহফিল এবং “ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজেন” শীর্ষক আলোচনা
গত ২০ মার্চ বৃহস্পতিবার রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা ক্লাব লিমিটেড এর কনফারেন্স রুমে রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ইস্টের ১৫৫৯ তম সভা অনুষ্ঠিত । সেই সাথে ইফতার ও দোয়া মাহফিল এবং রোটারির আন্তর্জাতিক মাস ভিত্তিক থিম এর আওতায় মার্চ মাস ” ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজেন” শীর্ষক আলোচনা করা হয়।
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীত এবং রোটারি ইনভোকেশন পাঠ করেন ক্লাব পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আখতার জাহান।
ক্লাব সভার পাশাপাশি “ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজেন” শীর্ষক আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব চার্টার মেম্বার পিডিজি রোটারিয়ান এএফএম আলমগীর, পিএইচএফ বি এমডি।
আলোচনায় বক্তা বলেন রোটারি ইন্টারন্যাশনাল এর সাতটি ফোকাস এরিয়ার মধ্যে ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজেন অন্যতম।সারা বিশ্বে রোটারিয়ানরা এই এরিয়াতে কাজ করছে। পাবনা জেলার কাশিনাথপুরে বিনামূল্যে স্বাস্থ্য সম্মত টয়লেট স্থাপন, টিউবওয়েল স্থাপন,দেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থের জন্য এই এরিয়াতে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট কাজ করেছে।
আলোচনা পরবর্তীতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান হিসেবে ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম রিজু এবং বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান হিসেবে ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট বিচারপতি এ কে এম আব্দুল হাকিম নিযুক্ত হওয়ায় রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর চার্টার প্রেসিডেন্ট ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান মাগফুর উদ্দিন আহমেদ, ক্লাবের চার্টার মেম্বার ও পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম হোসাইন শাহি, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান একেএম নিজামুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এমএম জয়নুল আবেদীন, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান কামরুল হাসান রন্জু, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মনসুর আলম,পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ব্যারিস্টার কামাল উল আলম,পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ মনিরুল হক,পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ সেলিম সোলাইমান, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান হোসনে আরা চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ইয়াহিয়া সোহেল, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান প্রকৌশলী কাজল কান্তি চৌধুরী, আইপিপি রোটারিয়ান মোহাম্মদ মামুনুর রশীদ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোঃ তোফায়েল আহমেদ সিন্টু, প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান মিতা চৌধুরী।
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম বলেন, রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট মূলত শিক্ষা সহায়তামূলক কার্যক্রম করছে।ক্লাবের মেডিকেল এসিস্ট্যান্ট ফান্ডের মাধ্যমে অসুস্থ রোগীদের সহায়তা করা হয়।
বর্তমানে ঢাকার মিরপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপ্টিস্ট ইন্ট্রেগেটেড মিশন স্কুল (বিএমআইএস),বশির উদ্দিন স্কুল এন্ড কলেজ,কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ এবং পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিপ্লোমা কোর্স অধ্যায়নরত একজন শিক্ষার্থীর সমস্ত আর্থিক সহায়তা, পাবনায় অবস্থিত ক্লাব আর.সি.সি কাশিনাথপুর এ শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, এদ্রাকপুর আলিম মাদ্রাসা, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালায়ে মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য বিনা বেতনে পড়াশোনা সুযোগের জন্য রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বৃত্তি চালু রয়েছে। এছাড়াও রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আরসিসি কাশিনাথপুর এ বিধবা ও মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাইমেসিন প্রদান করা হয়েছে।
আলোচনা পরবর্তীতে ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রোটারিয়ান মোঃ মাসুদ খান। ক্লাব সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট কাজল কান্তি চৌধুরী মিটিং সার্জন্ট রিপোর্ট পাঠ করেন।
ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সালেক সাব্বির আহমেদ পরবর্তী মিটিং এর ঘোষণা দিলে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।