প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২২ , ৯:৫৮:২৫ প্রিন্ট সংস্করণ
সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে এক নবজাতকের ভ্রুণ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। রবিবার সকালে ভোগডাবুড়ি ইউনিয়নের মকবুলের ডাঙ্গা ক্যানেলের পাশ থেকে এই ভ্রুণ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় গর্ভপাত ঘটিয়ে ভ্রুণটি ফেলে যাওয়া হয়।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক(এসআই) আব্দুস সালাম জানান, রবিবার সকাল নয়টার দিকে খবর পেয়ে আমরা সেখানে গিয়ে ভ্রুণ উদ্ধার করি। হয়তো রাতের কোন এক সময়ে এই ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদ উন নবী বলেন, ভ্রুণ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।