প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৫ , ১২:২২:১২ প্রিন্ট সংস্করণ
সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদের সাথে পীরগঞ্জে গণসংযোগ
মোঃ রবিউল ইসলাম রিমন, জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার লোহাগাড়ায় জনগণের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মোঃ জাহিদুর রহমান জাহিদ।
শনিবার দুপুরে তিনি স্থানীয় জনসাধারণের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা শোনেন। এ সময় তিনি বলেন, “জনগণই আমার শক্তি। মানুষের দুঃখ-দুর্দশার পাশে থাকা এবং তাদের অধিকার আদায়ের জন্যই আমি রাজনীতি করি।”
গণসংযোগে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর সাবেক এমপিকে কাছে পেয়ে এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন।