প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ৭:০৭:৪৮ প্রিন্ট সংস্করণ
কাশিনাথপুরে অস্বাস্থ্যকর পরিবেশে জনদুর্ভোগ চরমে
আব্দুল জব্বার পাবনা :
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর এলাকায় সামগ্রিক স্বাস্থ্য ও পরিবেশগত পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, আবর্জনা অপসারণে অব্যবস্থা এবং নিরাপদ পানির ঘাটতির কারণে স্থানীয় জনজীবন চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে।
রাস্তা-ঘাটে আবর্জনার স্তুপ পড়ে থাকায় চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বৃষ্টির সময় জলাবদ্ধতা তৈরি হয়ে মানুষের চলাচল কষ্টকর হয়ে উঠছে। খোলা জায়গায় আবর্জনা ফেলার কারণে মশা-মাছির উপদ্রবও বেড়ে গেছে। এসব থেকে ডায়রিয়া, জ্বর, চর্মরোগসহ নানা ধরনের রোগের ঝুঁকি বাড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জনগণের অভিযোগ, বহুবার উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট অফিসে পরিবেশ উন্নয়নের দাবি জানানো হলেও স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সীমিত সুবিধা দিয়ে বিপুল জনসংখ্যার চিকিৎসা চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। ফলে সাধারণ মানুষকে নিত্যদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয় সচেতন মহল বলছে, কাশিনাথপুর একটি বাণিজ্যকেন্দ্রিক জনবহুল এলাকা। এখানে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণ, মশা নিধন কার্যক্রম, নিরাপদ পানি সরবরাহ এবং স্বাস্থ্যকেন্দ্রের উন্নত সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তা না হলে পরিবেশগত এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করব