প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৫ , ৯:৩৮:৩৪ প্রিন্ট সংস্করণ
জিসান ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সীডস্টোর বাজার এলাকায় মামামারির ঘটনার জেরে সড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় হাফ কিলোমিটার রাস্তা জুড়ে সৃষ্টি হয় বিশাল যানজট ও জনদুর্ভোগ। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২ দিকে দুই পক্ষের মধ্যে সামান্য বাকবিদন্দ কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। ঘটনার পর ক্ষুব্ধ কিছু সংখ্যাক ব্যবসায়ী ও স্থানীয় জনতা সড়কে অবরোধ করে নিজেদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া শুরু করেন। এতে ঢাকা ময়মনসিংহ মহা-সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এতে যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে এ সময় সীডস্টোর বাজার থেকে হাজিরবাজার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং যাত্রীবাহী যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। দোকানপাটের ব্যবসায়ীরাও ভোগান্তির শিকার হন।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সীডস্টোর বাজার এলাকায় প্রায়ই তুচ্ছ ঘটনায় এমন সংঘর্ষের ঘটনা ঘটে, যা প্রশাসনের কার্যকর নজরদারির অভাবেই বারবার ঘটছে। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। খবর পেয়ে ভালুকা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এক পর্যায়ে অবরোধ বন্ধ হয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।