প্রতিনিধি ২১ আগস্ট ২০২২ , ১০:৪৫:৪০ প্রিন্ট সংস্করণ
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার পৌর ০৬ নং ওয়ার্ডের ভাগগাতি গ্রামের হযরত শাহ বাইজিদ বোগদাদি (রাঃ) মাজারের সংস্কার কাজের আজ ছাদের ঢালাই কাজটি শুরু করা হয়েছে।
শুক্রবার সকালে মিলাদ মাহফিলের মাধ্যমে কাজটি শুরু হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল বাশার মনির আন নেছারী।
মাজার কমিটির সভাপতি মফিজুর রহমান কবির সাধারণ সম্পাদক আবিদ খান ছোটন, সাংসদিক মোঃ লোকমান হোসেন পনির, সুরুজ খান,মাহাফুজ,মনির, পারভেজ, হারুন, এদের অক্লান্ত পরিশ্রম এবং মাজার বক্তবৃন্দদের সার্বিক সহযোগিতা নিয়ে সংস্কার কাজটি করা হচ্ছে
মাজারের ছাদ ঢালাই কাজ উদ্বোধনের সময় উপস্থিতি ছিলেন কালীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ড কাউন্সির আব্দুস ছালাম,ইয়াকুব আলী ফকির, এশিয়া টিভির কালীগঞ্জ প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান, ফারুক শেখ, কিসমত মিয়া, সুমন, এলাকা ব্যাক্তবর্গ উপস্থিত ছিলেন।
হযরত শাহ বাইজিদ বোগদাদি (রাঃ) মাজারটি কত বৎসর পুর্বে কিভাবে এখানে প্রতিষ্ঠিত হয়েছে এটা নির্দিষ্ট করে কেউ বলতে পারেনা।তবে যানা যায় যে বাংলাদেশে যখন ইসলাম প্রচারের জন্যে ৩৬০জন আওলিয়াগন এসেছিলেন তাদের সাথেই ইসলাম করেছেন হযরত শাহ্ বাইজিদ বোগদাদি (রাঃ)।