প্রতিনিধি ১ অক্টোবর ২০২২ , ১০:০৩:৫৮ প্রিন্ট সংস্করণ
নয়ন ইসলাম স্টাফ রিপোর্টারঃ
এগিয়ে আসছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। দল ঘোষণা করেছে সবাই। কোনো কোনো দেশ টি–টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে উন্মোচন করেছে নতুন জার্সি। বাংলাদেশও নতুন ডিজাইনের জার্সি পরে খেলতে নামবে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে।
৩০ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ডিজাইনের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানদের জার্সিতে প্রাধান্য পেয়েছে বাংলাদেশের তিন ঐতিহ্য।
বিসিবির প্রকাশ করা ভিডিওতে বলা হয়েছে, বাংলাদেশের জার্সির ডিজাইনে স্থান পেয়েছে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, সুন্দরবন ও বেঙ্গল টাইগার।