প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২২ , ৯:০৫:১১ প্রিন্ট সংস্করণ
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাবা-মায়ের উপর অভিমান করে ৫ম শ্রেনীর ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
জানা যায়, রবিবার (১১ সেপটেম্বর) সকাল ৯টার সময় শাহজাদপুর পৌর এলাকার আইকবাড়ি পাড়কোলা গ্রামের মোঃ আফান প্রামানিকের ৫ম শ্রেনীতে পড়ুয়া কন্যা মোছাঃ জাহানারা খাতুন (১১) নীজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে,।
নিহতের মাতা সোনেকা খাতুন বলেন, সকালে মাদ্রাসায় পড়তে যাওয়ার জন্য বললে জাহানারা যেতে না চাইলে এক পর্যায়ে তাকে মারধোর করা হয়। ধারনা করা হচ্ছে সে কারনেই এ ঘটনাটি ঘটিয়েছে। নিহত জাহানারা আইকবাড়ি পাড়কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ ম শ্রেনীতে পড়তো।
এ ঘটনার খবর পেয়ে শাহজাদপুর থানার( সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম ও ওসি (অপারেশন) আব্দুল মজিদ ঘটনা স্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ওসি (অপারেশন) আব্দুল মজিদ বলেন,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কেন আত্মহত্যা করেছে এর সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। আমরা ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক তথ্য পাওয়া যাবে।