প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২২ , ৭:৪১:৫৬ প্রিন্ট সংস্করণ
মোঃ মিজানুর রহমান কাজল স্টাফ রিপোর্টারঃ
কাশিনাথপুরে শিক্ষার মান ত্বরান্বিত করতে কাজ করে চলছে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল। কাশিনাথপুরে প্রাণ কেন্দ্র ফুলবাগান মোড়ে এ স্কুলটি অবস্থিত। শিক্ষার মান উন্নয়নে যথাসাধ্য কাজ করছে এ স্কুলটি।
এবারে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় চমক দেখাচ্ছে তারা। গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য ও ধারাবাহিক জয়জয়কার কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের জয়। শিক্ষার পাশাপাশি যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাইতো উপজেলা শিক্ষা অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করতে ফুুটবল খেলার আয়োজন করা হয়েছে।
আজ ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ধোবাকোলা করোনেশন উচ্চ বিদ্যালয় নাটিয়াবাড়ি মাঠে কাশিনাথপুর সকালের ম্যাচে বিজ্ঞান স্কুল ও ধোবাকোলা কারেকশন উচ্চ বিদ্যালয়ের খেলা অনুষ্ঠিত হয়। যে খেলায় কাশিনাথপুর বিজ্ঞান স্কুল ১-০ গোলে জয়লাভ করে।পরবর্তীতে বিকেল ৪ টার ম্যাচে ভারেঙ্গা একাডেমিকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল।
এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. খবির উদ্দিন। জাতসাখিনী ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ মানিক। এছাড়াও উপস্থিত ছিলেন কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান সহ দু’দলের শিক্ষক কর্মচারী বৃন্দ।