• সারাদেশ

    পাবিপ্রবিতে ‘বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা-২০২২’ অনুষ্ঠিত

      প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২২ , ১১:৫৩:৪৮ প্রিন্ট সংস্করণ

     

    পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সনাতন বিদ্যার্থী সংসদ,বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা-২০২২’ অনুষ্ঠিত হয়েছে।

     

    পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের পরিচালনায় এই ‘বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা-২০২২’ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। পরীক্ষার ধরন ছিল বহুনির্বাচনী প্রশ্নোত্তর। উক্ত বৃত্তি পরীক্ষায় প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

     

    প্রতিবছর ধর্মীয় জ্ঞানবৃদ্ধি ও প্রচারের জন্য সনাতন বিদ্যার্থী সংসদ এই কার্যক্রমটি পরিচালনা করে আসছে, এরই ধারাবাহিকতায় আজ সারা বাংলাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

     

    এ বিষয়ে সনাতন বিদ্যার্থী সংসদ,পাবিপ্রবি শাখার সভাপতি বিজয় কুমার শীল বলেন, “সনাতন বিদ্যার্থী সংসদ,বাংলাদেশ এর উদ্যোগে সারা বাংলাদেশে একযোগে আজ “বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা-২০২২” অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সনাতন বিদ্যার্থী সংসদ,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখাও এই পরীক্ষার আয়োজন করেছে। ঈশ্বরের অশেষ কৃপায় আমাদের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের এই পরীক্ষার উদ্দেশ্য হলো সনাতনী বিদ্যার্থীদের ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা।”

     

    সনাতন বিদ্যার্থী সংসদ, পাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক সুইট মন্ডল জানান, ” বিদ্যার্থীদের আসলে কোন বয়স নেই। একজন মানুষ জন্ম হতে আমৃত্যু বিদ্যার্থী। সে যে কোন বয়সের লোকই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতো।আমাদের প্রচেষ্টা ছিল, পরীক্ষার মাধ্যমে সবাই যে নিজেদের ধর্মগ্রন্থ সম্পর্কে কিছুটা হলেও জানতে পারে একাডেমিক পড়াশোনার পাশাপাশি। আর আমরা আমাদের এরকম প্রচেষ্টা সব সময় চালিয়ে যেতে চেষ্টা করবো সকল বিদ্যার্থীদের সম্বলিত প্রচেষ্টার মাধ্যমে।”

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ