প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২২ , ৮:৫৬:১৯ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্রটারঃ
আজ দুপরে সুজানগর উপজেলার নাজিরগঞ্জের নারায়ন পুরে গরু বোঝাই অটো গাড়ি উল্টে এক জন নিহত ও দুই জন আহত হয়েছে।
নিহত ব্যক্তিহল নারায়ণপুর গ্রামের মরহুম ইয়াকুব মন্ডলের ছেলে তালেব মন্ডল(৭০)এবং আহতরা হলেন মোঃ ওহাব সরদার (৬২)পিতা মৃত মঙ্গল সরদার।নারায়নপুর মোঃ হাশেম (৪৫)রাইপুর মাঝপাড়া সুজানগর পাবনা।
প্রতাক্ষদর্শীরা জানান অটোচালক মোঃ জাকির হোসেন নারায়ণপুর থেকে গরু বোঝাই করে ওয়াপদা বাধে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খালে পড়ে গেলে ঘটনাস্থলেই মোঃ তালেব মন্ডল মারা যান এবং দুই জন আহত হন।আহতদের চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি করা হয়েছ।
এদিকে দুর্ঘটনার খবর ছরিয়ে পড়লে এলাকাবাসি ছুটে এসে পুলিশের খবর দিলে সুজানগর থানার এস আই জাহাঙ্গীর হোসেন দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং ঘটনা নিয়ন্ত্রণে আনেন।
এদিকে মৃত তালেব মন্ডলের পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় একটি সাধারন ডাইরি করে ময়নাতদন্ত না করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।
অপর দিকে অটোগাড়ির কোন কাগজ পত্র না থাকায় পুলিশ গাড়িটি জব্দ করে থানায নিয়ে যান।