• সারাদেশ

    পাবনায় ফের আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ৮

      প্রতিনিধি ৩১ জুলাই ২০২২ , ৩:৩৪:৩৬ প্রিন্ট সংস্করণ

    পাবনা প্রতিনিধিঃ

    পাবনায় আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৮ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
    পাবনা শহরের বলাকা আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হোটেলটিতে অনৈতিক কাজের অভিযোগে আটজনকে আটক করা হয়েছে।

    আজ রোববার (৩১ জুলাই) দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকার বলাকা আবাসিক হোটেল এই অভিযান চালানো হয়। তবে আটকদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

    বিষয়টি নিশ্চিত করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের দক্ষিণ পাশের মহাসড়ক সংলগ্ন বলাকা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়েছে। এ সময় অনৈতিক কাজের সময় ৮ জনকে আটক করা হয়েছে।

    তিনি আরও বলেন, আটকদের পাবনা সদর থানায় নেওয়া হযেছে। সেখানে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে কারাগারে পাঠানো হবে। অভিযানের সময় হোটেলের মালিক পক্ষের সবাই পালিয়ে যায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ