প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২২ , ৬:৫৯:১৫ প্রিন্ট সংস্করণ
নাজমুল ইসলাম, পাবিপ্রবি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়েছে।
দিনটি উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর বারোটায় পাবিপ্রবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আনন্দ র্যালী বের করে দলটির নেতাকর্মীরা। এ সময় র্যালীটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে যাত্রা শুরু করে কেন্দ্রীয় স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।
এরপর ছাত্রলীগের দলীয় টেন্টে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. কে এম সালাহউদ্দিন কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামাল হোসেন,একাধিক প্রশাসনিক কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উল্লেখ্য,বাদ যোহর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় মসজিদে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।