• সারাদেশ

    ইউক্রেনে গাড়িবহরে মিসাইল হামলায় ২৩ জন নিহত

      প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২২ , ৭:১৯:১৬ প্রিন্ট সংস্করণ

     

    ইউক্রেনের দক্ষিণাঞ্চলে একটি গাড়িবহরে মিসাইল হামলায় অন্তত ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৮ জন।

     

    শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাপোরিজ্জিয়া শহরে মানবিক সহায়তা সরঞ্জাম পৌঁছে দিতে একটি গাড়ি পার্কিংয়ে প্রস্তুতি নিচ্ছিল বহরটি। এমন সময় সেটির ওপর মিসাইল হামলা হয়।

     

    রয়টার্সের ছবিতে দেখা গেছে, গাড়ির দুইটি সারির পাশে মাটিতে মিসাইলের আঘাতে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। জানালার কাচ ভেঙে চুরমার হয়ে গেছে কয়েকটি গাড়ির। গাড়ির ভেতরে দেখা গেছে চারজনের মরদেহ।

     

    জাপোরিজ্জিয়ার গভর্নর ওলেকজান্ডার স্তারুখ টেলিগ্রাম অ্যাপে জানিয়েছেন, এ হামলায় এখন পর্যন্ত ২৩ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। তারা সবাই বেসামরিক নাগরিক।

     

    ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ এলাকাকে রাশিয়ার বলে ঘোষণা করার মাত্র কয়েক ঘণ্টা আগে এই হামলার ঘটনা ঘটলো।

     

    এদিকে, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘এটা এখনও বন্ধ করা সম্ভব। কিন্তু এটি বন্ধ করতে হলে আমাদেরকে সেই মানুষটিকে থামাতে হবে, যিনি জীবনের চেয়েও বেশি চান যুদ্ধ।’

     

    ইউক্রেনে পাঁচ দিনব্যাপী গণভোটের পর রাশিয়া দাবী করে, লুহানস্ক, দোনেৎসক, জাপোরিজ্জিয়া ও খেরসন অঞ্চলের বাসিন্দারা রাশিয়ার সাথে যুক্ত হতে চান।

     

    এরই প্রেক্ষিতে শুক্রবার ক্রেমলিনে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই চার অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করবেন ভ্লাদিমির পুতিন।

     

    তবে এই গণভোটকে অবৈধ দাবী করেছে ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা বিশ্ব। রাশিয়ার এ পদক্ষেপকে জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ