প্রতিনিধি ২৭ জুন ২০২২ , ৯:০৩:৩৫ প্রিন্ট সংস্করণ
শেখ সোহেল রানা, বিশেষ প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মোঃ কামাল হোসেন নতুন প্রক্টর হিসাবে দায়িত্ব পেয়েছে।
গতকাল সোমবার রেজিস্ট্রার দপ্তরের এক চিঠিতে আজ মঙ্গলবার থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত মোঃ কামাল হোসেনকে প্রক্টর এর দায়িত্ব প্রদান করা হয়। একই সাথে অন্য এক চিঠিতে বর্তমান প্রক্টর ড. হাসিবুর রহমানকে অব্যাহতি প্রদান করা হয়।
গত কয়েক বছর নানা অনিয়ম, দুর্নীতি অদক্ষতার কারণে পাবিপ্রবি সংবাদ শিরোমে আসে। সাবেক ভিসি প্রফেসর ড. রোস্তম আলীর বিরুদ্ধে নিয়োগসহ উন্নয়ন কর্মকান্ডে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। নানা দলাদলিতে প্রায় অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়।
চলতি বছরের ১২ এপ্রিল নতুন ভিসি প্রফেসর হাফিজা খাতুন এবং প্রো-ভিসি এসএম মোস্তফা কামালকৈ নিয়োগ দেওয়া হয়। নতুন প্রশাসনে এটিই প্রথম রদবদল। পাবিপ্রবির পঞ্চম প্রক্টর কামাল হোসেন বলেন, ইতোমধ্যে নানা কারণে পাবিপ্রবি‘র অনেক সুনাম নষ্ট হয়েছে। নতুন ভিসি এবং প্রো-ভিসি, ছাত্র শিক্ষক সবার সহায়তায় পাবিপ্রবিকে উন্নত স্থানে নিয়ে যেতে আপ্রাণ চেষ্টা করবো। তিনি নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা আশা করেন।
১৯৮৭ সালের ২৮ অক্টোবর পাবনা জেলার আতাইকুলা থানার মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন কামাল। ২০১৪ সালে পাবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন বিভাবের প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।
এই বিষয়ে পাবিপ্রবি বিজ্ঞান অনুষদ শাখা ছত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম আবির বলেন, কামাল স্যার আমাদের ছাত্রলীগের অভিভাবক তার নেতৃত্বে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্বদা কাজ করে যাবে। পাবিপ্রবি ছাত্রলীগ কামাল স্যারকে প্রক্টর হিসাবে পেয়ে গর্বিত।