প্রতিনিধি ১ অক্টোবর ২০২২ , ৮:১৪:৫৯ প্রিন্ট সংস্করণ
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। ভুপেন হাজারিকার গাওয়া গান। বিপদে মানুষ মানুষের পাশে গিয়ে দাঁড়াবে এটাই প্রত্যাশা সমাজের অসহায়দের। এমনই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলছেন বেড়া উপজেলার তরুণ কর্মকর্তা ( ইউএনও) মোহা. সবুর আলী। মানুষের প্রতি সহমর্মিতা, ভালোবাসা দিয়ে অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাধারণ মানুষের ভালোবাসায় ও মনিকোঠায় স্থান করে নিয়েছেন।
সম্প্রতি বেওয়ারিশ মানুষের অভিভাবক হিসেবে উপজেলায় রয়েছে তার বিশেষ খ্যাতি। সমাজের কত টা অবক্ষয় হলে মানুষ আজ বেওয়ারিশ হিসেবে গন্য হয়। ছেলে মেয়ে তার বৃদ্ধ বাবা মাকে আবর্জনার মতো রাস্তায় ফেলে চলে যায়। রাস্তায় পরে থাকা বেওয়ারিশ অসহায় মানুষ কে উদ্ধার করে উন্নত চিকিৎসা সেবা প্রদান করে চলছেন বেড়া উপজেলার এই কর্মকর্তা। অসহায়দের পাশে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন। তাদের উন্নত খাদ্য ও পোশাক সরবরাহ করে চলেছেন।
ঘটনা চিএ ১ – গত ২৭ সেপ্টেম্বর কাজিরহাট এলাকা থেকে মৃত্যু পথ যাএী অসহায় এক বৃদ্ধ মহিলা উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সবুর আলীর নির্দেশনায় সহকারী কমিশনার ভুমি রিজু তামান্নার নেতৃত্বে মহিলাটিকে হাসপাতালে ভর্তি এবং উন্নত চিকিৎসার ব্যাবস্থা করা হয়। তাকে গোসল করিয়ে নতুন কাপড় পড়ানো হয়। বর্তমানে তার অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। তার ঠিকানা জানা যায়নি।তবে তার বাড়ি মানিকগঞ্জ বলে তিনি জানিয়েছেন।
ঘটনা চিত্র ২ – গত ১৭ সেপ্টেম্বর ২০২২ বেড়া উপজেলার আমিনপুর মাসুমদিয়া সড়কের মুন্সীপাড়া এলাকার রাস্তার পাশে মুমূর্ষু অবস্থায় একজন মানষিক ভারসাম্যহীন মানুষ দীর্ঘদিন মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে। আমিনপুর থানার সমস্যা ও সম্ভাবনা ফেইসবুক পেজে এমন পোস্ট দেখতে পেয়ে আমিনপুর থানার ওসি মোঃ রওশন আলীর সার্বিক সহায়তায় উদ্ধার করে তিন দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা করেন। তার খোঁজ খবর রাখেন।
ঘটনা চিত্র- ৩ বেড়া উপজেলার কাজির হাট এলাকায় রাস্তায় পড়ে ছিলেন এক বৃদ্ধ। ৯০ বছর পার হয়েছে তার। পচন ধরেছে পায়ে। তিনি জানান, তার নাম সৈয়দ শামসুর রহমান। নাটোর জেলার লালপুর উপজেলার দয়ারামপুর গ্রামে তার বাড়ি। সন্তানরা চিকিৎসা না করে ফেলে গেছে তাকে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার।২৪ অক্টোবর, ২০২১ বৃদ্ধকে রাতেই উদ্ধার করে চিকিৎসার জন্য বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তিনি।জামা-কাপড় নিয়ে হাসপাতালে দেখতে যান ওই বৃদ্ধকে। এ সময় বৃদ্ধের শরীর ও পায়ের অবস্থা বিবেচনা করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠান।
এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলীর কাছে জানতে চাইলে বলেন , মানবিক দিক বিবেচনায় ও সামাজিক এবং রাস্ট্রের দায়বদ্ধতা থেকে অসহায় মানুষ কে সহায়তা করার এটি আমার ক্ষুদ্র প্রচেষ্টা মাএ। সামাজিক অবক্ষয়, ধর্মীয় মূল্যবোধের অভাব, পিতা মাতার প্রতি সন্তানের অবহেলা, মানুষের প্রতি মানুষের সহমর্মিতা অভাব, ভবিষ্যত প্রজন্মের জন্য আমাকে ভাবনায় ফেলে দিয়েছে। সামর্থ্য অনুযায়ী সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান সকলের প্রতি।