প্রতিনিধি ৩ অক্টোবর ২০২২ , ১১:৩৩:৪৯ প্রিন্ট সংস্করণ
বঙ্গোপসাগরে লঘুচাপে আবারও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। লঘুচাপের কারণে সাগরে মাছ ধরার ট্রলারগুলোকে তীরের কাছাকাছি থাকতে বলেছে আবহাওয়া বিভাগ।
এখনো শান্ত রয়েছে সাগর, তবে যে কোনো সময় উত্তাল হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন জেলেরা। উপকূলীয় জেলাগুলোতে রোববার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
এই বৃষ্টিতে আমন ফসলের উপকার হবে বলে জানিয়েছেন কৃষকরা। তবে বৃষ্টিতে জীবনযাত্রা কিছুটা বিঘ্ন হচ্ছে। দুর্গাপূজার মণ্ডপ দেখতে অসুবিধায় পড়ছেন পূজারী ও দর্শনার্থীরা।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য-বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টি বেড়েছে।
সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আট বিভাগের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে, সোমবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা। সঙ্গে রয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে এক রকম বিপদে রয়েছেন রাজধানীসহ এর আশপাশে বসবাসরত অফিসগামী লোকজন।
আবহাওয়া বিভাগ বলছে, সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকার আশপাশের আকাশ মেঘলা থাকবে। এ সময়ে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে ঢাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।