• সারাদেশ

    কল্পনার ঘরে স্বপ্নরা উঁকি দেয়

      প্রতিনিধি ৬ অক্টোবর ২০২২ , ১:৩০:৩২ প্রিন্ট সংস্করণ

     

    লেখক, শরিফুল ইসলাম।

    তোমাকে নিয়ে আমার স্বপ্ন বা ইচ্ছার কোন শেষ নেই। সব প্রেমিকেরই হয়ত তাই হয়। খুব ইচ্ছে করে তোমায় নিয়ে কোন এক স্নিগ্ধ বিকেলে বৃষ্টি হয়ে গেলে সদ্য ভেজা সবুজ ঘাসগুলোর উপর দিয়ে হেঁটে যেতে। অনেকটা দূর এভাবে হেঁটে গিয়ে হয়তো নিশ্চুপ দাঁড়িয়ে থাকবো কোন এক তালপুকুরের পাড়ে। হাত কী ধরবে তুমি আমার? পাশাপাশি অন্তত থেকো।

     

    ইচ্ছে করে ঝুম বৃষ্টিতে তোমায় নিয়ে মাঝ নদীতে নৌকায় করে ঘুরে বেড়াতে। মাঝি অবশ্য থাকবে , আমি যে নৌকা চালাতে পারি না তাই। তুমি আর আমি অন্য প্রান্তে গলুইয়ের কাছে যেয়ে বসে থাকবো। বৃষ্টি আর ঢেউয়ের মাতামাতির শব্দ শুনবো খুব কাছ থেকে। হয়তবা দুষ্টুমি করে তোমার ভেজা চুলের ঘ্রাণ নেবো তোমায় লুকিয়ে। সারাটা জীবনের জন্য ঐ অনুভূতিটাও বেঁচে থাকবে আমাদের সাথে সাথে।

     

    তোমায় নিয়ে ভোর দেখতে ইচ্ছে করে। যখন সূর্যটা কেবল কেবল উঠি উঠি করে তখন দেখেছো কখনও আকাশটাকে? দূরের গাছগুলোর উপর থেকে কেবল হালকা একটু আলোর আভা দেখা যায়। পুরো পৃথিবীটা ঐ অতটুকুন আলোতে আরো রহস্যময়ী হয়ে যায় তোমার মতন। তুমি যেমন আমার কাছে এসে বাকীটা জীবন আমার কাছে রহস্য করে রাখলে। কখনও কী ভেঙ্গে ফেলবে তুমি ঐ দেয়ালটা তোমার আর আমার মাঝের?

     

    পাহাড় দেখতে যাবে কখনও আমার সাথে? পাহাড়ের বুকে কোন একটা ছোট্ট কটেজে থাকবো তুমি আর আমি। আর থাকবে চারিদিকে একেবারে সবুজ মাখা প্রকৃতি। বিকেলের আলোয় আমরা আমাদের কটেজের ছোট্ট বারান্দাটায় এসে দাঁড়াবো। পাহাড়গুলোর মাঝে দিয়ে মুক্তোদাণার মত ঝিকমিকে কিছু আলো এসে তোমার চোখে মুখে পড়বে। তুমি একটু অন্যমনস্ক হয়ে তাকিয়ে থাকবে অজানার দিকে। আর আমি? আমি মুগ্ধ হয়ে দেখব আর স্মৃতিটুকু বাঁধিয়ে রাখবো মনের ফ্রেমে।

     

    কল্পনার ঘরে স্বপ্নরা উঁকি দেয়, সেই স্বপ্নই জীবন রাঙায়।

     

    জীবন রাঙাতে গিয়ে হঠাৎ কল্পনা ভেঙ্গে যায়। ভাঙ্গা মন নিয়ে চোখ খুলি , চোখ খুলে দেখি আমি বিছানায় একা শুয়ে। আমার কল্পনা আর স্বপ্ন কিছুই নেই ! তোমার যাওয়ার পথে আমি দেখতে পাই তোমায়। তোমার চোখ হাসে, মিষ্টি একটা হাসি ছড়িয়ে পড়ে সেখানে। কারণ তুমি জেনে যাও প্রতিবার।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ