প্রতিনিধি ২০ অক্টোবর ২০২২ , ৬:৪৯:২৭ প্রিন্ট সংস্করণ
শহিদুল ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধিঃ
মেয়াদহীন শিশু খাদ্য সংরক্ষন ও বিক্রয়ের দায়ে জরিমানা ব্যবসায়ীকে জরিমানা করেন মো: শামীম হোসেন এবং নওগাঁ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক। সদর উপজেলার তিব্বত মার্কেট ও ডাব পট্টি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন।
তদারকিকালে , তিব্বত মার্কেটে ৫ টি প্রতিষ্ঠানকে নকল,নিম্নমানের এবং মেয়াদহীন শিশু খাদ্য সংরক্ষন ও বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১৭,০০০/- জরিমানা আরোপ ও আদায় করেন। এছাড়াও ডাব পট্টি এলাকায় রাজধানী হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পঁচা বাসী খাবার ফ্রিজে সংরক্ষণের অপরাধে ৫,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।অভিযানে নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিম সহযোগীতা করেন। মোঃ শামীম হোসেন জানান,জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।