• সারাদেশ

    নেতা হতে হলে জাতির পিতার আদর্শে উজ্জীবিত হতে হয়ে শেখ হাসিনার নির্দেশ মানতে হবে- ডেপুটি স্পীকার

      প্রতিনিধি ২০ অক্টোবর ২০২২ , ৬:৫১:১৬ প্রিন্ট সংস্করণ

     

     

    রুবেল হোসেন স্টাফ রিপোর্টারঃ

    বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখিয়ে গিয়েছেন কিভাবে নেতৃত্ব দিতে হয়, কিভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে হয়। তিনি তাঁর নেতৃত্বের মাধ্যমে দেশকে উন্নত করার রূপরেখা ও পরিকল্পনা দিয়ে গিয়েছেন। তাঁর সংগঠনের নেতা হতে হলে তাঁর আদর্শে উজ্জ্বীবিত হয়ে ও শেখ হাসিনার নির্দেশনা মেনে জনকল্যাণে কাজ করে যেতে হবে।

    এছাড়া সংগঠনের নিস্ক্রিয় কর্মীদের বিষয়ে ডেপুটি স্পীকার বলেন, পদ-পদবী নিয়ে ঘরে বসে থাকলে হবে না। আওয়ামীলীগের কর্মী হলে মানুষের কাছে যেতে হবে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে, মাদক-ধুমপানমুক্ত আদর্শ সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে।

    বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি,

     

    ২০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পাবনা সাঁথিয়া উপজেলার আতাইকুলা-মাধপুর আমেনা খাতুন কলেজ মাঠে আয়োজিত আর-আতাইকুলা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, বেড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আসিফ শামস রঞ্জন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মাধ্যমে সম্মেলন শুরু হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ