প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২২ , ৮:৪৭:৩৭ প্রিন্ট সংস্করণ
নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার অপেক্ষা বিকেলেই ঘুচিয়েছে বাংলাদেশ। ভুটানকে রীতিমতো বিধ্বস্ত করে এ অর্জন বাংলার মেয়েদের। এদিকে সন্ধ্যাবেলায় নির্ধারণ হয়ে গেলো কে হচ্ছে বাংলাদেশের প্রতিপক্ষ।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘরের মাঠে দ্বিতীয় সেমিফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে নেপাল।
প্রথমার্ধে ইনজুরি টাইমে গোল করে এগিয়ে যায় হিমালয় কন্যারা। পরে ওই গোল আর ভারতের শোধ করা হয়ে ওঠেনি।
১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল সোয়া পাঁচটায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। আর এর মাধ্যমে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই টুর্নামেন্ট।
প্রসঙ্গত নেপাল এ নিয়ে পাঁচবার এই টুর্নামেন্টের ফাইনাল খেলছে। আগের চারবারই তারা ভারতের কাছে হেরেছে।