• সারাদেশ

    কাশিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

      প্রতিনিধি ২২ অক্টোবর ২০২২ , ৯:৪৪:০১ প্রিন্ট সংস্করণ

     

    আব্দুল জব্বার নিজস্ব প্রতিবেদকঃ

    কাশিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ অক্টোবর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    ক্ষুধা দারিদ্র্য মুক্ত দেশ গড়তে; বিশ্ব দরবারে বাংলদেশকে প্রতিষ্ঠিত করছে জননেত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডেপুটি স্পিকার পাবনা- ১ আসনের সাংসদ শামসুল হক টুকু এমপি।

     

    তিনি আরো বলেন- জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে কাজ করে যেতে হবে। আগামি নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ আজ বিশ্বের বুকে এক নক্ষত্রের নাম। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার চৌকস নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের বুকে রোল মডেলে পরিনত হয়েছে।

     

    ডেপুটি স্পিকার আরো বলেন- বাংলাদেশ আজ লিঙ্গ বৈষম্য থেকে বেড়িয়ে এসেছে। দেশের প্রতিটি স্তরে নারী-পুরুষ সমতা ও বিভিন্ন ক্ষেত্রে নারীর নেতৃত্ব ও পদে এখন নারীরা অনেক এগিয়ে আছে। তিনি আগামী নির্বাচনে নৌকার সাথে থাকার জন্য সবাইকে আহ্বান জানান।

     

    আজ সকাল ১১ঃ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ সম্মেলন শুরু হয়। কাশিনাথপুর ইউনিয়ন আওয়ালীগের সভাপতি জনাব মীর মঞ্জুর এলাহীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ফরহাদ আলী মাষ্টার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাথিঁয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল- মাহমুদ দেলোয়ার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেড়া পৌরসভার মেয়র আসিফ শামস্ রঞ্জন। সাথিঁয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাসান আলী খান, আলহাজ্ব মো.রবিউল করিম হিরু,মো.আলমগীর হোসেন।

    সাথিঁয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. মাহবুবুল আলম বাচ্চু।

     

    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সাথিঁয়া উপজেলা তপন হালদার সান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাথিঁয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাজ্জাদ,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

     

    উল্লেখ্য কাশিনাথপুর ইউনিয়ন পরিষদ এর ত্রি-বার্ষিক নির্বাচনে পুনরায় সভাপতি নির্বাচিত হন মীর মঞ্জুর এলাহী, সহ সভাপতি নির্বাচিত হন ফরহাদ আলী মাষ্টার, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. কদ্দুস।  প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হন জাহাঙ্গীর কবির রুবেল।

     

    ২০০৩ সাল থেক বর্তমান পযন্ত কাশিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ার গৌরব অর্জন করেন স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহী।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ