প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২২ , ১০:৩৯:১৫ প্রিন্ট সংস্করণ
মোঃ রোকন মিয়া কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় ৩৩ কিলোমিটার পাইপ লাইন, ৮টি স্টেট হাইড্রেন্ড, ২টি টেষ্ট টিউবওয়েল, একটি প্রোডাকশন টিউবওয়েল ও একটি পাম্প হাউস কাজের উদ্বোধন করেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বৃহস্পতিবার দুপুরে পুরাতন কোর্ট বিল্ডিং এর পিছনে জনস্বাস্থ্য কৌশল অধিদপ্তর ও উলিপুর পৌরসভার বাস্তবায়নে এবং জিওবি-আইডিবি প্রকল্পের আওতায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, কুড়িগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব রানা , উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, উলিপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শাহিনুল ইসলাম, শৈলেন্দ্র নাথ রায়সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।