• বিনোদন

    শিশু একাডেমি প্রতিযোগিতায় প্রথম স্থান বিজ্ঞান স্কুলের শিক্ষার্থী উল্লাস ঘোষের ; বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ 

      প্রতিনিধি ১৭ জুলাই ২০২৩ , ১০:৩০:০০ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি:  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিশু একাডেমি কর্তৃক আয়োজিত জাতীয় শিশু প্রতিযোগিতা২২ ও ২৩ সালের ফলাফলের ভিত্তিতে জেলা পর্যায়ে ‘উচ্চাঙ্গসংগীত’ এ অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে

    পাবনার, কাশিনাথপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান-‘কাশিনাথপুর বিজ্ঞান স্কুল’র মেধাবী শিক্ষার্থী শ্রী উল্লাস কুমার ঘোষ।

    সে বিজ্ঞান স্কুলের চতুর্থ শ্রেনির একজন নিয়মিত ছাত্র।কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের সভাপতি জনাব আমিরুল ইসলাম শানু ও প্রধান শিক্ষক, জনাব জাহিদুল বলেন উল্লাস একজন মেধাবি ছাত্র এবং এর পূর্বেও সে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে।

    কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের শিক্ষক ও পরিচালক লেখাপড়ার পাশাপাশি বেশ আন্তরিকতার সাথে ছাত্র-ছাত্রীদের কো-কারিকুলাম কার্যক্রম চালু রেখেছে।

    যার ফলে এখানকার ছাত্র -ছাত্রীরা একাডেমিক ভালো ফলাফল করা সহ জেলা ও বিভাগীয় পর্যায়ে নৃত্য, সংগীত, বিতর্ক প্রতিযোগিতা,ফুটবল সহ বিভিন্ন ইভেন্টে সফলতার স্বাক্ষর বহন করছে।

    বিজ্ঞান পরিবার, বৃহত্তর কাশিনাথপুর এলাকার ছাত্রছাত্রীদের জন্য যেন ভবিষ্যতে আরো অনেক ভালো কিছু করতে পারে সেই লক্ষ্যে সবার দোয়া ও সু-নজর কামনা করে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ