প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২২ , ৮:৫৯:০৫ প্রিন্ট সংস্করণ
জুয়েল রানা বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ ফুলপুরঃ
ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির (জাপা) পূর্বের কমিটি বিলুপ্ত করে চরাঞ্চলের প্রিয়মুখ জননেতা মোঃ ইদ্রিস আলী কে আহ্বায়ক ও মোঃ গিয়াস উদ্দিন দুলাল কে সদস্য সচিব করে ১৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
পার্টির মহা-সচিব মুজিবুল হক চুন্নুর সুপারিশে কমিটি অনুমোদন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ।
ইতিমধ্যে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির পেসিডিয়াম সদস্য মোঃ ফকরুল ইমাম এম পি,জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আহমেদ, ভাইস চেয়ারম্যান জেলা সদস্য মোঃ সালাউদ্দিন আহমেদ মুক্তি, কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব আবু মুসা সরকার, কেন্দীয় সদস্য মোঃ শফিকুল আলম তপন মোঃ ইদ্রিস আলী কে আহ্বায়ক ও মোঃগিয়াস উদ্দিন দুলাল কে সদস্য সচিব করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
অনুমোদনপ্রাপ্ত আহ্বায়ক কমিটিতে আরও রয়েছেন, ১৩১জন সদস্যর মধ্যে আহ্বায়ক জননেতা ইদ্রিস আলী ও সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন দুলাল সহ
১৩১ জন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন হয়েছে পরবর্তীতে প্রয়োজন হলে আহ্বায়ক কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাপার যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম বলেন, জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ-পদবি থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।