প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২২ , ১০:৪৬:৫২ প্রিন্ট সংস্করণ
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে জোড়া গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন শতাধিক।
রোববার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ এ তথ্য জানান। বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি।
এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে এর জন্য জঙ্গিগোষ্ঠী আল শাবাবকে দোষারোপ করেছেন হাসান শেখ মাহমুদ।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রথম বিস্ফোরণটি ঘটে মোগাদিসুতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি ব্যস্ত এলাকায়। সেখানে আহত ও নিহতদের উদ্ধার করতে অ্যাম্বুলেন্স পৌঁছালে আরও একটি বিস্ফোরণ ঘটে।
এদিকে, সোমালিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সোনা জানিয়েছে, এ বিস্ফোরণে মোহাম্মদ ইসা কোনা নামের এক সাংবাদিক নিহত হয়েছেন।
এর আগে ২০১৭ সালে একই স্থানে বিস্ফোরণে ৫০০ জনের মৃত্যু হয়। সেটি ছিল সোমালিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা।
প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ জানিয়েছেন, বিস্ফোরণে আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দিয়ে নির্দেশ দিয়েছেন তিনি।
এই ‘বর্বর হামলার’ নিন্দা জানিয়ে আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সোমালিয়ায় অবস্থিত জাতিসংঘ মিশন। নিন্দা জানিয়েছে তুরস্ক ও কাতারও।
সোমালিয়ায় গত কয়েক বছর ধরেই বেশ সক্রিয় আল শাবাব জঙ্গিগোষ্ঠী। দেশটির সরকারের পতন ঘটিয়ে কঠোর ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায় তারা।