প্রতিনিধি ৭ নভেম্বর ২০২২ , ৭:৫৭:০৪ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
আজ ৭ নভেম্বর রোজ সোমবার বিকাল তিন ঘটিকায় আহাম্মদপুর শহীদ স্বরণীকা স্কুল মাঠে কামাল চেয়ার মোটরসাইকেল হাডুডু প্রতিযোগিতা ২০২২ এর শুভ উদ্বোধন ঘোষনা করা হল।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ও পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ শামসুর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, সুজানগর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আঃ ওহাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান। সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও তাঁতিবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মতিন মৃধা।
সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, আমিনপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন চৌধুরি।
বাংলাদেশ আওয়ামী লীগ আহাম্মদ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
বাংলাদেশ আওয়ামীলীগ দুলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাচ্চু মোল্লা।
এ ছারা আরও উপস্থিত ছিলেন আহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
উক্ত হাডুডু প্রতিযোগিতায় উদ্বোধনী দিনে অংশগ্রহণ করা দল দুটি হল এডভোকেট আনোয়ার ক্রিড়াচক্র আহাম্মদপুর এবং দত্ত পাড়া ক্রিড়াচক্র।
খেলায় ১ম পুরুস্কার হিসাবে রয়েছে একটি মোটরসাইকেল ও ২য় পুরুস্কার হিসাবে রয়েছে একটি রেফ্রিজারেটর।
খেলাটি উপভোগ করার জন্য দুপর হতেই হাজার হাজর দর্শক স্বরণীকা স্কুল মাঠে এসে উপস্থিত হতে থাকেন।